প্রকাশিত: Tue, Feb 20, 2024 1:47 PM
আপডেট: Tue, Jul 1, 2025 1:52 PM

[১]ইসরায়েল গাজায় হিটলারের মত গণহত্যা চালচ্ছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

সাজ্জাদুল ইসলাম: [২] ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা একই সঙ্গে ইসরায়েলকে দ্বিতীয় মহাযুদ্ধে জার্মান ফুয়েরার ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের ইহুদি নির্মূলের গণহত্য হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, হিটলার যেমন ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন; তেমনই এখন ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে। সূত্র: এএফপি, আনাদোলু, আল-আমাদিন

[৩] লুলা বলেছেন, ‘গাজায় যা চলছে তা যুদ্ধ নয়, গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ নয়। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর একটি যুদ্ধ।’ তিনি বলেন, গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। আসলে, এমনটি ঘটেছিল একবার যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সেখানে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। লুলার এ মন্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস, তবে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল।

[৪] গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলাকে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট প্রথমে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু যখন ইসরায়েলি সেনারা গাজার নিরীহ মানুষের ওপর বর্বরতা শুরু করে; তখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন তিনি।

[৫] ইসরায়েল হামাসকে পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় হামলা শুরু করে। তবে হামাসের যোদ্ধাদের নির্মূল করার নামে আদতে সাধারণ মানুষের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার দেশটি । ইসরায়েলিদের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজার মানুষ। সম্পাদনা: ইকবাল খান